ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাল্যবিয়ের বরযাত্রী চার চেয়ারম্যানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, জুন ২০, ২০১৯
বাল্যবিয়ের বরযাত্রী চার চেয়ারম্যানকে জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার উপজেলা চেয়ারম্যানের গাড়ি ব্যবহার করে বাল্যবিয়ে করতে এসে ফেঁসে গিয়ে ৪০ হাজার টাকা জরিমানা দিলেন ৪ ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় মেয়ের বাবা ও খালাত ভাইকে ১০ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ জুন) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বুধবার সকাল থেকেই খবর আসে ঝাউদিয়া এলাকার নিয়ামতের পীরবাড়ি এলাকায় সুমাইয়া নামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের প্রস্তুতি চলছে।

খবর পেয়ে সেখানে ছুটে যাই। মুহূর্তের মধ্যে সেখানে ভিআইপি স্টাইলে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলা চেয়ারম্যানের গাড়ি নিয়ে ৪ ইউপি চেয়ারম্যানসহ হরিনাকুণ্ডুর ফুলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে বর রাসেলকে নিয়ে বরযাত্রীরা সেখানে উপস্থিত হন।  

এ সময় বরযাত্রী হিসেবে হরিনাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীরের ব্যবহৃত গাড়ি নিয়ে আসেন ১ নং ভায়না ইউনিয়নের চেয়ারম্যান সমির উদ্দিন (৫৪), ৬ নং খলিসি ইউনিয়েনের চেয়ারম্যান খবির (৫৬), ৮ নং চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা (৫৮) ও ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী (৫৭)। তারা নানা রকম প্রভাব খাটিয়ে এই বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করেন।  

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চার চেয়ারম্যানের ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়ের বাবা মিলন বিশ্বাস ও মেয়ের খালাত ভাই মিনারুল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন ১০  দিনে জেল দেন।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।