ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অজ্ঞাত যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জুন ২০, ২০১৯
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অজ্ঞাত যুবকের

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৯) মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দু্র্ঘটনা ঘটে৷

গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় ওই যুবক দৌড়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে রাজশাহীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন।

তাৎক্ষণিভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী থানায় খবর দেন। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করান। সেখানে কর্তব্যরত বিকেলে তাকে মৃত ঘোষণা করেন। তবে এখন পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়া স্থানীয়রাও তাকে চিনতে পারছেন না।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জাজান এসআই আব্দুস সালাম।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।