ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে চার ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
রাজধানীতে চার ফার্মেসিকে জরিমানা অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি দল, ছবি: বাংলানিউজ

ঢাকা: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রাজধানীতে চারটি ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১৭ জুন) রাজধানীর বাড্ডা ও ভাটারা এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান চারটিকে জরিমানা করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক আফরোজা রহমান ও আব্দুল জব্বার মন্ডল এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে চারটি ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এরমধ্যে মেয়াদ মেয়াদোত্তীর্ণ বিক্রির অপরাধে বাড্ডা এলাকায় সেবা মেডিকেল হলকে ২০ হাজার টাকা, ভাটারা এলাকায় বিজয় ফার্মেসিকে ২০ হাজার টাকা, ইউসুফ ব্রাদার্স ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং বিক্রমপুর ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে ফার্মেসিগুলোকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।