ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে বাসচাপায় পথচারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
সাভারে বাসচাপায় পথচারী নিহত

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী বাসের চাপায় ইসতিয়াক হোসেন (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসতিয়াক মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দীঘা গ্রামের তোরাব হোসেনের ছেলে।

পুলিশ জানান, দুপুরে গাবতলী থেকে ছেড়ে আসা ‘ভিলেজ লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজে এসে পেছন থেকে ইসতিয়াককে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।