ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বেনাপোলে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
বেনাপোলে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে বাসের ধাক্কায় শাহাদৎ হোসেন নেদু (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

শাহাদৎ হোসেন নেদু বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের হাজী আব্দুস ছাত্রারের ছেলে।

তিনি শাহাদৎ ট্রান্সপোর্টের সত্ত্বাধিকারী।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লতিফ হোসেন বাংলানিউজকে জানান, ওই ব্যবসায়ী আমড়াখালী বিজিবি চেকপোস্টের পাশে গোডাউনে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘাতক বাসটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং বাস চালককে আটকের চেষ্টা চলছে।  

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।