ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভুয়া ম্যাজিস্ট্রেট ধরলেন আসল ম্যাজিস্ট্রেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
ভুয়া ম্যাজিস্ট্রেট ধরলেন আসল ম্যাজিস্ট্রেট আটক মোহাম্মদ বিন জহির ওরফে সুমন ভূঁইয়া।

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আসল ম্যাজিস্ট্রেট।

নিজেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার হিসেবে পরিচয় দেওয়া এ প্রতারকের আসল নাম মোহাম্মদ বিন জহির ওরফে সুমন ভূঁইয়া।

মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।

ডিএনসিসির ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে রেস্টুরেন্টটিতে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন আটক হওয়া ভুয়া ম্যাজিস্ট্রেট।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।

তিনি বলেন, রেস্টুরেন্টের ম্যানেজারের সন্দেহ হলে তিনি কৌশলে মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়াকে আটকে রাখেন। পরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারকে বিষয়টি জানায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা খুঁজে পান।

অভিযুক্ত মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া অভিযোগ স্বীকার করেন বলে জানান ডিএনসিসি ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

তিনি আরও বলেন, সুমন প্রায় এক বছর ধরে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করে আসছিলেন। তার কাছে থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দু’টি দামি স্মার্টফোন ও একটি মানিব্যাগে ১১ হাজার টাকা পাওয়া যায়।

ভুয়া পরিচয় ও প্রতারণা করার অপরাধে দন্ডবিধির ১৭১ ধারা অনুযায়ী মোহাম্মদ বিন জহির ওরফে সুমনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময় ০৩৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad