bangla news

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৯ ২:৪৮:৩৫ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু আসলাম খোকন (৪০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিগঞ্জের স্টার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত খোকন খুলনার আহসান আল রোডের মৃত খাদেম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকাদার আবু আসলাম খোকন সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে করে কালিগঞ্জের দিকে আসছিলেন। পথে কালিগঞ্জের স্টার পাম্পের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কা‌লিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) রাজীব হাসান বাংলা‌নিউজ‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা সাতক্ষীরা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-19 02:48:35