ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

শরীয়তপুরে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, জুন ১৯, ২০১৯
শরীয়তপুরে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলায় মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে কীর্তিনাশা নদীতে ডুবে জেরিন নামে ১৫ মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে সদর উপজেলার দাদপুর গোজা এলাকার কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জেরিন জেলা সদর উপজেলার দক্ষিণ ভাসানচর গ্রামের সৌদি প্রবাসী জাকির মাদবরের মেয়ে।

 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে জানান, কিছুদিন আগে মায়ের সঙ্গে চর স্বর্ণঘোষ গ্রামে নানা শাহ আলম সরদারের বাড়িতে বেড়াতে যায় জেরিন। কীর্তিনাশা নদীর পাড়েই ছিল নানা বাড়ি। মঙ্গলবার বিকেলে জেরিন খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের ওই নদীতে পড়ে তলিয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে দাদপুর গোজা এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় জেরিনের মরদেহ উদ্ধার হয়।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।