ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মিয়াভি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মিয়াভি রোহিঙ্গা ক্যাম্পে জাপানের সঙ্গীত শির্পী মিয়াভি। ছবি: ইউএনএইচসিআরের সৌজন্যে

ঢাকা: জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার ( ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত ও জাপানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিয়াভি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। 

দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি। মঙ্গলবার (১৮ জুন) ইউএনএইচসিআর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

 

সঙ্গীত শিল্পী মিয়াভি বলেন, দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা ক্যাম্পে এসে আমি আনন্দিত। গত বছরের শুরুতে এখানে এসে যা দেখেছিলাম, সে অবস্থার উন্নয়ন ঘটেছে।

‘এবার আমি তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারাও আগামী দিন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তারা বাড়ি ফিরতে চান। রোহিঙ্গারা অদূরে মিয়ানমারের পাহাড় দেখতে পান। তবে তারা সেখানে ফেরার জন্য নিরাপদ বোধ করছেন না। ’

এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাপানের এই সঙ্গীত শিল্পী।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।