ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নদীতে গোসল করতে নেমে হাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
নদীতে গোসল করতে নেমে হাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ গোসল করতে নেমে নিখোঁজ হাবিপ্রবি শিক্ষার্থী। ছবি বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার মোহনপুর এলাকার আত্রাই নদীর রাবার ড্যামে গোসল করতে নেমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তাসফিক আহমেদ (২৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। তাসফিক হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) তপন রায় বাংলানিউজকে জানান, বিকেলে হাবিপ্রবির নয়জন শিক্ষার্থী এক সঙ্গে মোহনপুর রাবার ড্যামে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় তাসফিক।

খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একদল সদস্য ঘটনাস্থলে রয়েছে। তবে দিনাজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরির একটি দলকে দিনাজপুরে তলব করা হয়েছে। রংপুর থেকে তারা এলে ডুবে যাওয়া শিক্ষার্থীকে খোঁজা হবে বলে জানান এসআই তপন রায়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।