ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবেক এমপিসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
সাবেক এমপিসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জ: হিন্দু সম্প্রদায়ের একটি আখড়ার জমি হস্তান্তরের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস ও মহন্ত ক্ষিতীশ চন্দ্র আচারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরের দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক আল-আমিন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলাটি দয়ের করেন।

মামলায় এক নম্বর আসামি রহনপুর মহন্ত আখড়ার মহন্ত শ্রী ক্ষিতীশ চন্দ্র আচারীকে এবং সাবেক সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসকে দুই নম্বর আসামি করা হয়েছে।

এছাড়া আসামিরা হলেন- গোমস্তাপুর উপজেলার সাবেক সাব-রেজিস্ট্রার বসু প্রদীপ কুমার (বর্তমানে নওগাঁর পত্নীতলায় কর্মরত), স্থানীয় বাসিন্দা বাহারাম মিঞা, শফিকুল ইসলাম, আখতারুল ইসলাম, তারিকুল ইসলাম, আতিকুর রহমান, সাকিব উদ্দীন ও ঢাকার দারুস সালামের বাসিন্দা শাহজাহান সেলিম।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় পরস্পর যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেবোত্তর সম্পত্তি হস্তান্তরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, সরকারের অনুমতি না নিয়ে সেবায়েত ক্ষিতীশ চন্দ্র আচারী আখড়ার মোট ১৭৯ একর জমির মধ্যে ৪৪ একর জমি আটজনের কাছে হস্তান্তর করেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এর মধ্যে সোয়া আট একর জমি রেজিস্ট্রি হয় মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের নামে।

রেজিস্ট্রি করেন তৎকালীন সাব-রেজিস্ট্রার প্রদীপ কুমার। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০ অনুযায়ী সরকারের অনুমতি ছাড়া দেবোত্তর সম্পত্তি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা যায় না।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে গোলাম মোস্তফা বিশ্বাস দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমাস্তাপুর, নাচোল) এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি রহনপুর পৌরসভার দুই বারের মেয়র ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।