ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় নূর নবী (৬৫) নামে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. এরশাদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নূর নবী (৬৫) নামে ওই পথচারী।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরের দিকে ফেনী-বসুরহাট সড়কের মাহজনদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এরশাদ ফেনীর দাগনভূঞা উপজেলার চন্ডিপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

আহত নূর নবী বসুরহাট পৌরসভার মোহাম্মদপুর গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেলে করে বসুরহাট বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন এরশাদ। পথে মাহজনদিঘী এলাকায় ওই পথচারী তার মোটরসাইকেলের সামনে পড়ে যান। এসময় তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন এরশাদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারী নূরকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।