bangla news

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালে ২ দিনের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৮ ৪:১১:৩৯ পিএম
আলোচনা-সভা, ছবি: বাংলানিউজ

আলোচনা-সভা, ছবি: বাংলানিউজ

বরিশাল: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালে দুই দিনব্যাপী পরিবেশ উৎসব, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদ বিতরণসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বেলা সাড়ে ১১ টায় সম্মিলিত পরিবেশ দিবস উদযাপন পর্ষদ বরিশাল শাখার আয়োজনে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পত্নী লিপি আবদুল্লাহ।

এসময় বেসরকারি উন্নয়ন সংগঠক শুভঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজ সেবক ডা. সৈয়দ হাবীবুর রহমান, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি প্রফেসর (অব.) শাহ সাজেদা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ প্রমুখ।

এছাড়া সন্ধ্যায় অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হবে সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অন্যদিকে, পরিবেশ রক্ষার দাবিতে বুধবার (১৯ জুন) অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন ও জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দেওয়া হবে।

বাংলা‌দেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এমএস/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-18 16:11:39