ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চালকের কারাদণ্ড, নওগাঁয় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
চালকের কারাদণ্ড, নওগাঁয় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ বাস চলাচল বন্ধ। ছবি: বাংলানিউজ

নওগাঁ: সড়ক দুর্ঘটনা মামলার রায়ে চালকের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।  

মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে এ প্রতিবাদ কর্মসূচি শুরু করেন বাস শ্রমিকরা। এতে চরম দুভোর্গে পড়েছেন যাত্রী সাধারণ।

 

শ্রমিকরা জানান, ২০১৪ সালের ৩ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবজিবাহী ট্রাক উল্টে নওগাঁর পত্নীতলা উপজেলার বিরিঞ্চি গ্রামের ৫ শ্রমিকসহ মোট ৭ জন নিহত হয়। পরে চালককে আসামি করে একটি মামলা হয়। গতকাল সেই মামলায় চালককে দায়ী করে কারাদণ্ড দেয় আদালত। এরই প্রতিবাদে আজ সকাল থেকে তারা জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন।  

এ বিষয়ে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হলে তারা বাংলানিউজকে জানান, হঠাৎ করে এ ধর্মঘটের ঘোষণা দেওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে যারা রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, এবং বগুড়ার যাত্রী রয়েছেন তাদের দুর্ভোগ বেশি।  

বাস না পেয়ে অনেকেই ছোট যানবাহনে চলাচল করছেন। এই সুযোগে ছোট ছোট যানবাহনগুলো দিগুণ ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।