ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলপুরে নিখোঁজ সেই যমজ তিন বোনের একজন উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
ফুলপুরে নিখোঁজ সেই যমজ তিন বোনের একজন উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ হওয়া যমজ তিন বোনের একজন আবিদা সুলতানা পপিকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৭ জুন) বিকেলে উপজেলার ভাইটকান্দি এলাকায় সিএনজি অটোরিকশাযোগে আসার পথে তাকে উদ্ধার করা হয়। রাতে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানান।

 

তিনি বলেন, গত শুক্রবার (১৪ জুন) রাতে বাবা-মার সঙ্গে অভিমান করে যমজ তিন বোন চম্পা, রাজিয়া ও আবিদা একসঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। পরদিন এ ঘটনায় ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর উদ্ধার অভিযানে নামে পুলিশ।

রোববার ও সোমবার টানা দু’দিন পুলিশি অভিযানের মুখে শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার এলাকায় থাকা ওই তিন কিশোরী তাদের অবস্থান পরিবর্তন করেন। এ সময় বড় দুই বোন অজ্ঞাত স্থানে ও ছোট বোন আবিদা নিজ এলাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।  

ফিরে আসার পথে ভাইটকান্দি এলাকা থেকে আবিদাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।  

ওসি জানান, স্বেচ্ছায় আত্মগোপনে থাকা অপর দুই বোনকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৯ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।