ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কটিয়াদীতে টমটমের ধাক্কায় শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
কটিয়াদীতে টমটমের ধাক্কায় শিক্ষক নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভরারদিয়া এলাকায় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মনির হোসেন মুকুল (৪০) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। 

সোমবার (১৭ জুন) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে। মুকুল উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

তিনি পার্শ্ববর্তী জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ফাজিল মাদ্রাসার গণিত শিক্ষক।

স্থানীয়রা জানান, বিকেলে ওই মাদ্রারাসায় পাঠদান শেষে মোটরসাইকেলে করে কটিয়াদীর বাড়িতে ফিরছিলেন মুকুল। পথে ভরারদিয়া এলাকায় একটি টমটমের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাসির উদ্দিন মজুমদার বাংলানিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত টমটম ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৯ 
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।