ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি

নীলফামারী: উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নীলফামারীর ডালিয়াস্থ তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ৬০ মিটার। 

সোমবার (১৭ জুন) বিকেলে তিস্তা ব্যারাজ এলাকায় গিয়ে দেখা যায়, উজানের ঢলের পানি তীব্র গতিতে ভাটির দিকে প্রবাহিত হচ্ছে। এজন্য তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

এর আগে, রোববার (১৬ জুন) এই পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ৬৫ মিটার। এতে ২৪ ঘণ্টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে দশমিক ৬৫ মিটার।

স্থানীয়রা জানায়, তিস্তা ব্যারাজের উজানে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি ও ভাটির খালিশা চাপানী এবং ঝুনাগাছ পাঁচানী ইউনিয়নের তিস্তা নদীর চর এলাকায় নদীর পানি উঠতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র জানায়, উজানে ভারী বৃষ্টির কারণে ওপার থেকে ঘোলা পানি আসছে। সোমবার ডালিয়া পয়েন্টে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৬৭ মিলিমিটার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। আমরা তিস্তা ব্যারাজারের ৪৪টি জলকপাট খুলে রেখে সতর্কাবস্থায় রয়েছি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।