ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভবনে অগ্নিকাণ্ড রোধে বিল্ডিং কোড বাস্তবায়নের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
ভবনে অগ্নিকাণ্ড রোধে বিল্ডিং কোড বাস্তবায়নের দাবি আইইবির প্রেসিডেন্ট আব্দুস সবুরসহ উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ভবনের অগ্নিকাণ্ডের দুর্ঘটনা রোধে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০১৭ (বিএনবিসি) বাস্তবায়নের দাবি জানিয়েছেন প্রকৌশলীরা। 

তারা বলেছেন, বিল্ডিং কোড বাস্তবায়ন হলে দেশে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের কোনো আর কোনো অগ্নিকাণ্ড ঘটবে না।

সোমবার (১৭ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সেমিনার কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রকৌশলীরা এসব কথা বলেন।

 

আইইবি’র পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘সিসমিক ডিজাইন বাই এএসসিই ৭-০৫ (দ্য বেসিক অব সিসমিক ডিজাইন বাই বিএনবিসি-২০১৭)’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।  

সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইইবি’র সভাপতি এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর।  

আলোচনায় অংশ নেন অ্যাসোসিয়েশন অব আইসিসি’র  (ইন্টারনেশনাল কোড কাউন্সিল) সভাপতি এস কে ঘোষ, আইইবি’র সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ, আইইবি’র পুরকৌশল বিভাগের সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিন, চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ। ঢাকা শহরসহ সারা দেশে বিভিন্ন ধরনের বহুতল ভবন তৈরি হচ্ছে। সব এলাকার ভবনকে ভূমিকম্পের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে ডিজাইনের সময়ই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।  

‘আইইবি এরই মধ্যে পৌরসভা, সিটি করেপারেশনে প্রকৌশলীদের রাখার প্রস্তাব করেছে। যারা সবাই বিএনবিসি এর সিসমিক ডিজাইন অনুসরণ করে ভবনের নকশা অনুমোদন দেবেন। ’

এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলেই আইইবি প্রত্যাশা করে বলে মন্তব্য করেন আইইবির প্রকৌশলীরা।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এমএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।