ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৩ সংস্থার সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কর্মসম্পাদন চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
১৩ সংস্থার সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কর্মসম্পাদন চুক্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন

ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের ১৩টি দপ্তর ও সংস্থার সঙ্গে মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে।

সোমবার (১৭ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উপস্থিতিতে তথ্যসচিব আবদুল মালেকের সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মো. আজহারুল হক, তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান অফিসার ফায়জুল হক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম ও ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস-চেয়ারম্যান নিজামুল কবীর নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।  

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী চুক্তিগুলোকে মন্ত্রণালয়ের আগামী ২০১৯-২০ অর্থবছরে কি পরিমাণ জনবল ও অর্থব্যয়ে কি কি কাজের মাধ্যমে জনগণ ও গণমাধ্যমকে সেবা দেওয়া হবে তারই পরিকল্পনা হিসেবে অভিহিত করেন।

একইসঙ্গে অহেতুক কোনো প্রকল্প যাতে না নেওয়া হয়, সে বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেন।  

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার কাজের গতি ও জবাবদিহিতা বাড়বে।  

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদের মধ্যে মো. মিজান-উল-আলম, নূরুল করিমসহ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৯ 
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ