ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হামিদ হাসান হিমু (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অপর দুই আরোহী।

সোমবার (১৭ জুন) বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

হিমু জেলা শহরের মুন্সিপাড়া এলাকার আসলাম হোসেনের ছেলে।

তিনি কেবিএম কলেজের বিবিএ শেষবর্ষের ছাত্র। আহতরা হলেন- একই শহরের বালুবাড়ী এলাকার কৃষ্ণ রায়ের ছেলে ছিলন রায় (২৩) ও আব্দুর রহিমের ছেলে ইমন ইসলাম (১৮)।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক ( ওসি, তদন্ত) বজলুর রশিদ বাংলানিউজকে জানান, বিকেলে জেলা শহর থেকে মোটরসাইকেলে করে ওই তিন যুবক সদর উপজেলার মোহনপুর রাবার ড্যামে যাচ্ছিলেন। পথে পাঁচবাড়ী বাজারে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হিমুর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন অপর দুই আরোহী। আহতদে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসরা।  

এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্য (ইউডি) মামলা দায়ের করা হয়েছে  বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময় ১৯২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।