ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ঈশ্বরদী: অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকার শাহাবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকেল সাড়ে ৪টায় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৮ জুন) আদালতের মাধ্যমে মোজাম্মেল হককে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

এরআগে, গত শনিবার (১৫ জুন) দুপুরে ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঈশ্বরদী (আইকে রোড) মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় রাস্তার দুই দিক থেকে চলাচল করা সকল যানবাহন আটকে পড়ে। পরে দুই ঘণ্টা পর ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকীর ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।