ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালকিনিতে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
কালকিনিতে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে প্রতিপক্ষের হামলায় জিয়াউল মোল্যা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে, সকালে পূর্ব শত্রুতার জের ধরে জিয়াউল মোল্যাকে মারধর করে পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষের লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর এলাকার রাজাচড় গ্রামের ধলু মোল্লার সঙ্গে একই এলাকার মাহাবুব বেপারীর দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিলো। এর জের ধরে সকালে মাহাবুব বেপারীর নেতৃত্বে তার লোকজন ধলু মোল্লার ছেলে জিয়াউলকে মারধর করে হাত-পায়ের রগ কেটে দেয়। এতে জিয়াউল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন বাংলানিউজকে বলেন, তাদের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।