ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রেস্তোরাঁ-ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
রেস্তোরাঁ-ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর দুইটি রেস্তোরাঁ ও একটি ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়।

সোমবার (১৭ জুন) অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক আফরোজা রহমান ও সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডলের নেতৃত্বে বাজার মনিটরিং দল এই জরিমানা করে।  

জানা যায়, বাজার পরিদর্শনকালে রাজধানীর বনানীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে জাহানারা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের অপরাধে ডে-নাইট রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা এবং নিউ স্টার রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে লাকি স্টোর নামে একটি দোকানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এসএইচএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।