ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টুঙ্গিপাড়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
টুঙ্গিপাড়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: ভেজালবিরোধী অভিযানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৭ জুন) দুপুরে টুঙ্গিপাড়ার সিংগিপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

বাংলানিউজকে শামীম হাসান জানান, ফ্রিজে একই সঙ্গে মাছ-মাংস, দই, মেয়াদোত্তীর্ণ আইসক্রিম এবং দইয়ের ওজনে কারচুপির দায়ে সিংগিপাড়া বাজারের একটি দোকানকে দুই হাজার, পোড়া মবিল দিয়ে জিলাপিসহ মিষ্টি তৈরি ও প্যাকেটের ওজনে কারচুপির জন্য আল-আমিন মিষ্টান্ন ভাণ্ডারকে দুই হাজার, পণ্যের মূল্য তালিকা না রাখা এবং গ্যাস সিলিন্ডারের কোনো লাইসেন্স না রাখার জন্য মেসার্স সজীব স্টোরকে তিন হাজারসহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।