ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে এসপির বদলি প্রত্যাহার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
কুড়িগ্রামে এসপির বদলি প্রত্যাহার দাবিতে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৭ জুন) দুপুরে শহরের ওই বিদ্যাপীঠের সামনে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক ছাত্র-ছাত্রীর সঙ্গে তাদের অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রীতা রানী দেব, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সালেহা সুলতানা, শিক্ষক প্রতিনিধি রেজাউল কবির প্রমুখ।

পুলিশ সুপার মেহেদুল করিম জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসহ দরিদ্র মানুষের সহায়তায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এখনও কিছু কাজ অসমাপ্ত থাকায় আরও কিছুদিন কুড়িগ্রামের পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকার সুযোগ দেওয়ার জন্য তার বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।