ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চেক জালিয়াতি মামলায় অধ্যক্ষ সিরাজকে আদালতে হাজির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
চেক জালিয়াতি মামলায় অধ্যক্ষ সিরাজকে আদালতে হাজির

ফেনী: ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাকে এক কোটি ঊনচল্লিশ লাখ টাকার একটি চেক জালিয়াতি মামলায় আদালতে হাজির করা হয়েছে। 

মামলার বাদী আবদুল কাইয়ুম জানান, উম্মুল কুরা সমিতির চেয়ারম্যান থাকাকালীন অধ্যক্ষ সিরাজ-উদ দৌলা জমি, গাড়ি, একটি ফার্নিচার শো-রুম ও উম্মুল কুরা মাদ্রাসার জামানত বাবদ এক কোটি ঊনচল্লিশ লাখ টাকা আত্মসাত করেন।  

সমিতির সাধারণ সভায় তা প্রমাণিত হলে সমিতির ১০৯ সদস্যর পক্ষে আবদুল কাইয়ুমের নামে এক কোটি ঊনচল্লিশ লাখ টাকার একটি চেক প্রদান করেন অধ্যক্ষ সিরাজ।

 

ইসলামী ব্যাংক কলেজ রোড ফেনী শাখায় চেকটি বারবার প্রত্যাখ্যাত হলে আবদুল কাইয়ুম বাদী হয়ে ২০১৭ সালের ৯ অক্টোবর আদালতে একটি মামলা দায়ের করেন।  

নিয়মিত শুনানির অংশ হিসেবে সোমবার (১৭ জুন) মামলার চার সাক্ষীর মধ্যে দু’জনের সাক্ষ্যগ্রহণ করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অসিম কুমার দে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।