ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মান্দায় বাসের ধাক্কায় ছাত্র ও শিক্ষক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
মান্দায় বাসের ধাক্কায় ছাত্র ও শিক্ষক নিহত  প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরা হলেন-শিক্ষক কামাল হোসেন (৪০) ও ছাত্র সুমন (১২)। 

সোমবার ( ১৭ জুন ) দুপুরে উপজেলার সতীহাট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক কামাল হোসেন উপজেলার 
খুদিয়া ডাঙ্গা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে এবং ছাত্র সুমন উপজেলার সৈয়দপুর গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে।

এরা জেলার মান্দা উপজেলার সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক।  

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে স্কুল থেকে সতীহাট বাজারে যাচ্ছিলেন ছাত্র ও শিক্ষক। এসময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতীহাট বাজার এলাকায় রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।