bangla news

বরিশাল জেলা প্রশাসনের লেকের মাছে মড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৭ ১:৫৪:১৬ পিএম
মরা মাছ তুলছেন স্থানীয়রা। ছবি: বাংলানিউজ

মরা মাছ তুলছেন স্থানীয়রা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল জেলা প্রশাসনের লেকের মাছ মরে ভেসে উঠছে। বিশেষ করে রুই কাতলা ও পাঙ্গাস মাছ বেশি মরছে।

সোমবার (১৬ জুন) দিনগত রাত ১০টা পর্যন্ত এক মণের বেশি মাছ মরে ভেসে উঠেছে বলে জানা গেছে।

বরিশাল জেলা মৎস্য কার্যালয় কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, বৈরী আবহাওয়ার কারণে তাপমাত্রা বেড়ে লেকের পানি দূষিত হয়ে পড়েছে। এই কারণে ডিমওয়ালা মাছগুলোতে বেশি মড়ক লেগেছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম জানান, মাছের মড়ক রোধে শনিবার সকালে পানি শোধন করার জন্য জিওলাইট ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু এরপরে মাছগুলো মরে ভেসে উঠছে।

পরবর্তীতে পানির নিচে অক্সিজেন ট্যাবলেট দেওয়ার প্রস্তুতি চলছে। এতে মাছের মড়ক কিছুটা হলেও হ্রাস পাবে বলে আশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এমএস/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-17 13:54:16