ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে ১৯ বস্তা চা পাতা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
মাধবপুরে ১৯ বস্তা চা পাতা জব্দ জব্দকৃত চা পাতা। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে ১৯ বস্তায় ৪৯৬ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ জুন) ভোরে উপজেলার ১৯ নম্বর তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. জাহিদুর রশিদ জানান, গোপন সূত্রে  খবর পেয়ে মনতলা বিওপি’র বিজিবি সদস্যরা উপজেলার ১৯ নম্বর তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৯৮ হাজার ৪শ’ টাকা মূল্যের ভারতীয় চা পাতা আটক করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।