ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাউবো কর্মকর্তাদের সঙ্গে মেয়র লিটনের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
পাউবো কর্মকর্তাদের সঙ্গে মেয়র লিটনের বৈঠক পাউবো কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মেয়র লিটন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীতে ড্রেজিং কার্যক্রম নিয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 

রোববার (১৬ জুন) দুপুরে নগরভবনে মেয়রের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীকে বাঁচাতে হলে এখানে আন্তর্জাতিক নৌবন্দর গড়ে তুলতে হবে।

পদ্মা নদীতে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। পদ্মাপাড়ে আমরা বিশাল একটা জায়গা পাবো। এখানে প্রচুর গাছ লাগিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক, হোটেল, মোটেল, কটেজ, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।  

এসময় পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মেয়র।

সভায় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী মহম্মদ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিরুল হক ভূঞা, নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
এসএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।