ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে নারীর মৃত্যু, নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে নারীর মৃত্যু, নিখোঁজ ১

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে ময়না বেগম (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুপবান বেগম (৩৩) নামে আরেক নারী নিখোঁজ রয়েছেন।

রোববার (১৬ জুন) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের উজালডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ময়না বেগম ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের মানিককোড় গ্রামের ফয়জুল মিয়ার স্ত্রী।

এছাড়া নিখোঁজ রুপবানু বেগম একই গ্রামের মালেক মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, ১০-১২ জন যাত্রী নিয়ে বালাসিঘাট থেকে একটি শ্যালোইঞ্জিন চালিত একটি নৌকা উজালডাঙ্গা মানিককোড় চর এলাকায় যাচ্ছিলো। নৌকাটি ব্রহ্মপুত্র নদের উজালডাঙার পুর্বপাশে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় নৌকার তলা ফেটে যায়। এতে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাঁতার কেটে তীরে ফিরে আসলেও ময়না বেগম নামে এক নারীর মৃত্যু হয়। তবে এ ঘটনার পর থেকে আরেক নারী রুপবানু নিখোঁজ রয়েছেন।

ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আমিনুর  রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ বাংলানিউজকে জানান, হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া নৌকাডুবে আহত দু’জনকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ