ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিবহন ধর্মঘটের প্রতিবাদে সিলেটে গণঅনাস্থা প্রাচীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
পরিবহন ধর্মঘটের প্রতিবাদে সিলেটে গণঅনাস্থা প্রাচীর

সিলেট: সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের অনৈতিক ধর্মঘট আহ্বানের প্রতিবাদে এক গণঅনাস্থা প্রাচীর অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৬ জুন) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনাস্থা প্রাচীর অনুষ্ঠিত হয়।
 
সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আল আজাদের সভাপতিত্বে গণঅনাস্থা প্রাচীর অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন মালিক-শ্রমিকরা অহেতুক ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে হয়রানি করা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।

তাই এদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
বক্তারা পরিবহন সেক্টরের এহেন কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা আহুত ধর্মঘট প্রত্যাহারের জোর দাবি তুলেন।  
 
সাবেক ছাত্রনেতা এম রশীদ আহমদ এবং সঞ্জয় চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, অ্যাডভোকেট রাজ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রণজিত সরকার, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, শামসুল বাছিত শ্যারো, রফিকুল ইসলাম, অধ্যাপক খছরুজ্জামান, মুক্তাদির আহমদ মুক্তার প্রমুখ।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তৌফিকুল আলম, ইয়ামিন চৌধুরী, আফজাল হোসেন, দেবাংশু দাস মিঠু, অ্যাডভোকেট রিপা সিনহা, মিজানুর রহমান জিতু, সজল সরকার, কবিরুল ইসলাম, হারুনুর রশীদ, প্রভাষক সুয়েব আহমদ, পিযুষ পুরকায়স্থ, এনামুল হক লিলু, কাশমির রেজা, কনক পাল অরূপ, ওবায়দুল হক মিলন, ফেরদৌস আলম, ঝুটন পাল, হারুনুর রশীদ, আবু সালিম, মাওলানা শুয়াইব, জাহাঙ্গীর আলম, মাহবুব চৌধুরী, সাজিদুর রহমান সাজু, রুকন আল রুহান প্রমুখ।
 
একাত্মতা পোষণ করে গণঅনাস্থা প্রাচীরে বিভিন্ন সংগঠনের মধ্যে অংশগ্রহণ করে সিলেটের দিরাই ছাত্র কল্যাণ পরিষদ, জামালগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ, তাহিরপুর ছাত্র পরিষদ, বিশ্বম্ভরপুর ছাত্র কল্যাণ পরিষদ, মধ্যনগর ছাত্র কল্যাণ পরিষদ, দিরাই শাল্লা যুব কল্যাণ পরিষদ, তাহিপুর ছাত্র কল্যাণ পরিষদ।  
 
গণপরিবহন হিসেবে সিলেটের বিভিন্ন সড়কে ৬০টি বিআরটিসি বাস নামানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় ঈদের আগে সুনামগঞ্জ সড়কে দু’টি বাস নামানো হয়। কিন্তু বাস দু’টির যাত্রালগ্নেই বিরোধিতা শুরু করেছে সিলেট সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
 
এই ইস্যুতে গত ৩ জুন সংগঠনটি সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের ডাক দেয়। পরে জেলা প্রশাসনের অনুরোধে ধর্মঘট তুলে নেয়।
 
বিআরটিসি বাস নামানোয় সরকারের উদ্যোগকে জনতা স্বাগত জানালেও কেবল নিজেদের স্বার্থের কারণে বিরোধিতা করছেন সিলেট সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। তাদের হীন উদ্দেশ্য বাস্তবায়নে বিআরটিসি বাস বন্ধে ফের ২৩ জুন পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।
 
এর পরিপ্রেক্ষিতে ফুসে উঠছেন সিলেট ও সুনামগঞ্জের মানুষ। তারা বিআরটিসি বাস চালু রাখতে এবং শ্রমিকদের অনৈতিক ধর্মঘট আহ্বানের প্রতিবাদে মাঠে স্বোচ্ছার হচ্ছেন।   
 
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।