ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নগরবাসীকে দেওয়া ওয়াদা পূরণ করবেন সিসিক মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
নগরবাসীকে দেওয়া ওয়াদা পূরণ করবেন সিসিক মেয়র

সিলেট: জীবন বাজি রেখে নগরবাসীকে দেওয়া ওয়াদা পূরণ করবেন বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, সিলেট নগরকে সাজাতে যা কিছু করা দরকার, সবই করবো। সিলেটকে স্মার্ট সিটি ও পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।


 
রোববার (১৬ জুন) নগরের বন্দরবাজার মহাজনপট্টি ও কালিঘাট এলাকায় ফুটপাতে অবৈধ স্থাপনা ও স্ট্যান্ড-পার্কিং উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
মেয়র বলেন, নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এ কাজে নগরের সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসা প্রয়োজন।
 
অভিযানকালে মেয়র সিসিক কাউন্সিলর, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে রাস্তার দু’পাশ ও ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সেইসঙ্গে বিপুল পরিমাণ মালামাল ও আসবাবপত্র জব্দ করেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।