ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
কালীগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ২ দুর্ঘটনায় নিহতদের মরদেহ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চালক জনি হোসেন (৩২) ও হেলপার (সহকারী) তৌহিদুল ইসলাম (২৬) নিহত হয়েছেন।

রোববার (১৬ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক আলীর ছেলে ও সহকারী তৌহিদুলের নাম জানা গেলেও তাৎক্ষণিকভাবে ঠিকানা পাওয়া যায়নি।

ঝিনাইদহ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বাংলানিউজকে বলেন, সকালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খুলনা থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ট্রাকটি ঝিনাইদহের কালীগঞ্জের ছালাভরা এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর থেকে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জনি ও সহকারী তৌহিদুল নিহত হন।  

মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৯/আপডেট সময়: ০৯৫৫ ঘণ্টা
এসআইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।