bangla news

মহম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৬ ২:১৭:৩১ এএম
বাড়ি-ঘর ভাঙচুর

বাড়ি-ঘর ভাঙচুর

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত ও ৩০টি বাড়ি-ঘর ভাঙচুর ও দোকান লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

আহত চুন্নু মোল্যা বাংলানিউজকে বলেন, ঘুল্লিয়া গ্রামে পিকুল ও মিজান শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জেরে আজ সন্ধ্যায়  দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয় এবং বাড়ি-ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে গুরুতর আহত চুন্নু মোল্যা (৩৫)  জিল্লুর রহমান(৩৬)  লিয়াকত (২৮) শিকদার গুলি বৃদ্ধ অবস্থায় মাগুরায় মেডিকেল কলেজ হাসপাতাল  ভর্তি করা হয়েছে। অন্যদের মহম্মদপুর স্বাস্থ্য কমপেক্স ভর্তি করা হয়েছে।
   
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘুল্লিয়া এলাকার  পিকুল  ও মিজান শিকদারের দু’গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়, এসময় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড গুলি বর্ষণ করেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 


বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
এসআইএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-16 02:17:31