ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১ ট্রেন থেকে নামতে গিয়ে নিহত

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রতন মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদেহ বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

শনিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রতনের পকেটে পাওয়া ন্যাশনাল আইডি কার্ড দেখে তার নাম জানা গেছে।

বিমানবন্দর রেল-স্টেশন পুলিশ ফাঁড়ির (এএসআই) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, জামালপুর থেকে ঢাকার কমলাপুর গামী একটি ট্রেন বিমানবন্দর রেল স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সেই ট্রেনের নিচেই কাটা পড়ে তার মৃত্যু হয়।  

তার কাছে থাকা ন্যাশনাল আইডি কার্ড দেখে তার নাম সনাক্ত করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৯ 
এজেডএস/এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।