ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাজেটে সংস্কৃতি খাতে অপ্রতুল বরাদ্দের প্রতিবাদ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
বাজেটে সংস্কৃতি খাতে অপ্রতুল বরাদ্দের প্রতিবাদ  প্রতিবাদ সমাবেশ, ছবি: বাংলানিউজ

রাজশাহী: প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে অপ্রতুল বরাদ্দের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। 

শনিবার (১৫ জুন) বিকেলে রাজশাহী মহানগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তারা বরাদ্দ বাড়িয়ে মোট বরাদ্দের এক শতাংশ করার দাবি জানান।

নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিকের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন- নাট্যজন ও কলামিস্ট প্রশান্ত সাহা, কবি ও কবিতার সংগঠন-কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক, বাংলাদেশ বেতার নাট্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক এসএম আবু বকর, রাজশাহী চলচ্চিত্র পর্ষদের সভাপতি আহসান কবির লিটন। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সদস্য কামার উল্লাহ সরকার।

বক্তারা বলেন, বাজেটে সরকার বরাদ্দ কমিয়েছে, তার চেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এ বরাদ্দ কমানোর মানসিকতা। এটি ইচ্ছাকৃতভাবে হলেও নিন্দনীয়, অনিচ্ছাকৃতভাবে হলেও নিন্দীয় বলে বক্তারা উল্লেখ করেন। তারা এ বরাদ্দ বাড়িয়ে মোট বারাদ্দে এক শতাংশ করার দাবি জানান।

বিস্ময় প্রকাশ করে তারা বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সরকার, বর্তমান সরকার সংস্কৃতির সরকার। এ সরকারের সময় যদি সংস্কৃতি খাতে বরাদ্দ কমে যায়, তাহলে আগামী দিনে তাদের জন্য কী অপেক্ষায় আছে তা ভাবা যায় না।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, তারা মনে করেন এ বাজেট খসড়া বাজেট। এখনো পাস হয়নি। চূড়ান্ত বাজেটে তাদের দাবি মেনে নিয়ে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।