ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই ভাইয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই ভাইয়ের

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) বিকেলে  উপজেলার তালশহর রেলস্টেশনের পশ্চিম পাশে বড়তল্লা নিজ বাড়ি সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই এলাকার মুরশিদ মিয়ার ছেলে সুজন (১৪) ও রিফাত (১৩)।

নিহতদের চাচাত ভাই হেলাল মিয়া বাংলানিউজকে জানান, সুজন ও রিফাত ঢাকার মালিটোলা এলাকায় ব্যাগের কারখানায় কাজ করতো। ঈদের ছুটিতে বন্ধ পেয়ে তারা বাড়িতে বেড়াতে আসে। বিকেলে বাড়ির পাশে রেললাইনে ঘুরতে গিয়েছিলো। দুই ভাই রেললাইনে বসে গল্প করার এক পর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ওই লাইনটিতে চলে আসে। পরে অপর লাইনেও ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি একই সময়ে চলে আসে। সুজন ও রিফাত মালবাহী ট্রেনটি দেখতে পেয়ে অপর লাইনে চলে যায়। এই সময়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে দু'জন মারা যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম বাংলানিউজকে বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।