ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
বরিশালে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৬

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ছয়জন গুরুত্বর আহত হয়েছেন।

শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার রামপট্টি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

আহত ছয়জন হলেন- বাস চালক তাজেম (৪০), যাত্রী গিয়াস (৪২), মুবিন (১৩), মতলেব মৃধা (৮০), ফারজানা (৩০) ও তানিয়া (৫)।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দু বিশ্বাস বাংলানিউজকে জানান, যাত্রীবাহী বাসটি বরগুনা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। উপজেলার রামপট্টি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ছয়জন গুরুত্বর আহত হন।  

পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই অরবিন্দু।

বাংলা‌দেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।