ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিরলে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
বিরলে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার উদ্ধার হওয়া ৫৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটি

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় অভিযান চালিয়ে ৫৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা। 

শনিবার (১৫ জুন) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী নাহিদুজ্জামান।  

তিনি জানান, গোপন সংবাদের শুক্রবার (১৪ জুন) বিকেলে বিরল উপজেলার নাগরবাড়ী ফকিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে কষ্টি পাথরের ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশে লুকিয়ে রাখা হয়েছিল।  

৫৯ কেজি ওজনের মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ টাকা। এ ব্যাপারে বিরল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।