ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নদীভাঙন রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে: উপমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
নদীভাঙন রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে: উপমন্ত্রী

চাঁদপুর: এবছর সারা দেশে নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। 

শনিবার (১৫ জুন) দুপুরে মতলব উত্তরে প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্ষা ও বন্যাকে সামনে রেখে সারাদেশে ৬৫টি এলাকা চিহ্নিত করা হয়েছে।

ইতোমধ্যে ২২টি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। যেসব এলাকায় নদীভাঙন প্রবণ, সেসব এলাকায় কর্মকর্তার সংখ্যাও বাড়ানো হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তরের ধনাগোদা সেচপ্রকল্প, নদী ও খাল ড্রেজিংসহ প্রায় ৫শ কোটি টাকা ডিপিপি কাজ প্রকল্পও পরিদর্শন করেন মন্ত্রী।  

এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল্লাহ, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।