ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে আয়েশা আক্তার (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন।

শনিবার (১৫ জুন) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আয়েশা জেলা সদর উপজেলার গোকর্ণঘাট গ্রামের ওমর ফারুকের মেয়ে।

আহতরা হলেন- আয়েশার মা মুক্তা বেগম ও তার ফুফা আলমগীর।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আয়েশার বাবা ফারুক, মা মুক্তা ও ফুফা আলমগীরসহ পরিবারের পাঁচজন অটোরিকশায় করে কসবা উপজেলায় চারগাছে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে শিশু আয়েশাসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।