ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভাঙ্গায় প্রতারণার অভিযোগে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
ভাঙ্গায় প্রতারণার অভিযোগে আটক ১

ফরিদপুর: বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা থেকে আব্দুল হাওলাদার নামে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় তার কাছ থেকে আটটি মোবাইল ফোন সেট ও সিম কার্ড জব্দ করা হয়।

শনিবার (১৫ জুন) ভোরে উপজেলার মিয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব-৮। তিনি ওই গ্রামের মৃত সোহবার হাওলাদারের ছেলে।

   

ফরিদপুর র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ইফতেখারুজ্জামান বাংলানিউজকে জানান, আব্দুল হাওলাদার বেশ কয়েকটি সিম কার্ড দিয়ে দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্ট পরিচয় দিয়ে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা থানায় সোপর্দ করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আব্দুল হাওলাদার প্রতারণার কথা স্বীকার করেছে বলেও সংবাদ বিজ্ঞপিতে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।