ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঁচদিনের সফরে ফ্রান্স গেলেন বিমান বাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
পাঁচদিনের সফরে ফ্রান্স গেলেন বিমান বাহিনী প্রধান

ঢাকা: পাঁচদিনের সরকারি সফরে ফ্রান্স গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

ফরাসি বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে শনিবার (১৫ জুন) তিনি সস্ত্রীক তিনজন সফরসঙ্গীসহ ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।  

সফরকালে তিনি ফ্রান্সে অনুষ্ঠেয় ‘The 53rd  International Paris Air Show- 2019’ এ অংশ নেবেন।

উল্লেখ্য, Paris Air Show তে পৃথিবীর বিভিন্ন দেশের খ্যাতনামা সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও তাদের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও উচ্চপদস্থ সামরিক/বেসামরিক কর্মকর্তারা অংশ নেবেন।

সফরের মাধ্যমে মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। যা বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও ফোর্সেস গোল ২০৩০ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নত সামরিক সরঞ্জামাদি ও আধুনিক প্রযুক্তির সংযোজন ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায় গতিশীলতা আনয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

এছাড়া বিমান বাহিনী প্রধানের ফ্রান্স সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।