ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক  বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় সীমান্ত পিলার-৩৪/১এস এর কাছে ১০০ গজ ভারতের অভ্যন্তরে আটরশিয়া বিএসএফ ক্যাম্প এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

কমান্ডার পর্যায়ে এ বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৩ সদস্যের প্রতিনিধি দলের প্রধান হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার, পিএসসির নেতৃত্ব দেন।

 

অন্যদিকে ভারতের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের ৩৫ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন কমান্ড্যান্ট শ্রী রাজেশ কুমার।  

পতাকা বৈঠকে বিজিবি-বিএসএফ দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়াদি যেমন- সীমান্তে গুলিবর্ষণ না করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল ছাড়াও অবৈধভাবে গবাদি পশুর প্রবেশ রোধ করা সম্পর্কে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়।  

সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ব্যাপারেও উভয়পক্ষ সম্মত হন।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।