ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খুলনা: খুলনার কয়রা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৫ জুন) সকাল ৮টায় উপজেলার ফতেকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ফতেকাটি গ্রামের মৃত কাশেম সানার ছেলে।

খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস বাংলানিউজকে জানান, শনিবার সকালে নজরুলের সঙ্গে তার চাচাতো ভাই দবির উদ্দিনের জমির সীমানায় খুঁটি পোতা নিয়ে বিরোধ হয়। এ সময় দবির তাকে জাপটে ধরলে দবিরের ছেলে নজরুলকে মারধর করে। এতে নজরুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই নজরুল মারা যান।

ময়নাতদন্তের জন্য নজরুলের মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে নজরুলের সঙ্গে দবির উদ্দিনের বিরোধ চলে আসছিল। শনিবার উভয় পক্ষের মধ্যকার বাকবিতণ্ডার একপর্যায়ে দবির গ্রুপের হামলায় নজরুল মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক নজরুলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এমআরএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।