ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাগনেকে অপহরণের অভিযোগ সোহেল তাজের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
ভাগনেকে অপহরণের অভিযোগ সোহেল তাজের ভাগনের ছবিসহ সোহেল তাজের পোস্ট

ঢাকা: ভাগনেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। অভিযোগ তুলে তিনি ফেসবুকে ভাগনের ছবিসহ একটি পোস্ট দিয়েছেন।

শুক্রবার (১৪ জুন) দিনগত রাত ১টার দিকে সোহেল তাজ তার ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত রবিবার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে।

‘যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে।

অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি। ’

এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad