![]() আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী |
ফেনী: ফেনীতে দু'দিনব্যাপী বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর।
শুক্রবার (১৪ জুন) বিকেলে রবীন্দ্রপর্বের মাধ্যমে শুরু হয় দু'দিনব্যাপী এ কর্মসূচি।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সহযোগিতায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া ও এনএম আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক সুজন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী, আবু দাউন মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আখতার উন নেসা শিউলী, জেলা কালচারার অফিসার জান্নাত আরা যূথি।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এসএইচডি/এএ