ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

এসিল্যান্ডের গাড়ির চালককে মারধর, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এসিল্যান্ডের গাড়ির চালককে মারধর, আটক ৩

বরিশাল: বাবুগঞ্জ-মীরগঞ্জ ফেরি ও খেয়াঘাটের টোল আদায়কারীদের হামলায় বরিশালের মুলাদী উপজেলার এসিল্যান্ডের গাড়ির চালক মো. শামীম আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) দুপুরে মীরগঞ্জ খেয়াঘাটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।  

আটক তিনজন হলেন- মনির সিকদার, মো. আব্বাস হাওলাদার ও মো. আনিসুর রহমান।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান বাংলানিউজকে জানান, দুপুরে এসিল্যান্ডের গাড়ির চালক শামীম গাড়ি নিয়ে বরিশালের উদ্দেশে মীরগঞ্জ-খেয়াঘাটের ফেরিতে উঠেন। ফেরি দেরিতে ছাড়বে সে সুযোগে খেয়াঘাটে থাকা দোকানে যান তিনি। এ সময় ফেরির গ্যাংওয়েতে টোল আদায়কারী লোকজনের সঙ্গে ভাড়া নিয়ে তার বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে শামীমকে তারা মারধর করেন। খবর পেয়ে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ঘটনাস্থলে পুলিশ নিয়ে গিয়ে আহত শামীমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

এছাড়া স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, চালককে মারধরের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।