ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাজেটকে স্বাগত জানিয়ে খুলনায় ছাত্রলীগের আনন্দ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
বাজেটকে স্বাগত জানিয়ে খুলনায় ছাত্রলীগের আনন্দ মিছিল

খুলনা: বাংলাদেশের সার্বিক উন্নয়নের বাস্তবমুখী বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ।

শুক্রবার (১৪ জুন) বিকেল ৫টায় আনন্দ মিছিলটি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’- স্লোগানকে ধারণ করে ২০১৯-২০২০ অর্থ বছরের বাস্তবমুখী এবং কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তিমুখী বাজেট প্রণয়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, রণবীর বাড়ই সজল, ঝলক বিশ্বাস, তরিকুল ইসলাম, শাহীন আলম, দিবাকর সাহা, আহনাফ অর্পন, জহির আব্বাস, মো. রাজু হোসেন, জোয়েব সিদ্দিকী, মশিউর রহমান বাদশা, মো. রাশেদুল ইসলাম ও রুমান আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়:  ১৯০১ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
এমআরএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।